ডিএমপি নিউজঃ রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- পপি আক্তার ও সৈয়দ আহাম্মদ মিয়াজী।
রবিবার (০৯ জানুয়ারি ২০২১) সকাল ০৮:৪৫ টায় হাজারীবাগ থানার মনেশ্বর রোড এলাকা থেকে তাদেরকে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী হাজারীবাগ থানার মনেশ্বর রোড এলাকার কুলাল মহল জামে মসজিদের সামনে রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে পপি ও মিয়াজীকে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।