ডিএমপি নিউজঃ রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি চোরাই ইজিবাইকসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সেলিম ব্যাপারী ও মোঃ মোর্শেদ আলম। এসময় তাদের হেফাজত থেকে একটি ইজিবাইক, ইজিবাইকের চারটি ব্যাটারি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাজারীবাগ থানার চরওয়াশপুর সদাগর কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের গেইটের সামনে দুইজন ব্যক্তি চোরাই ইজিবাইক বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেস্টাকালে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।