রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে চোরাই মোটর সাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ পলাশ ফরাজী। এসময় তার হেফাজত থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়। চোরাই মোটর সাইকেল এর একটির গায়ে bajaj CalibER লেখা আছে (যার রেজিস্ট্রেশন নং-হবিগঞ্জ-হ-১১-০১১০, চেসিস নং- DOFBGH4208, ইঞ্জিন নং- DDMBGH62242 অস্পষ্ট লেখা) এবং অপর মোটরসাইকেলটির গায়ে TVS metro লেখা আছে (যার চেসিস নং- MD625MF5001A53684, ইঞ্জিন নং- D25AD1253305 অস্পষ্ট লেখা)।
এ সংক্রান্তে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গত ১৮ জানুয়ারি ২০২২ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাজারীবাগ থানার বসিলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল বিক্রির উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় ঐ একই দিন বিকায় ০৫:৩৫ টায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটর সাইকেলসহ পলাশকে গ্রেফতার করা হয়। প্রাথামিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পলাশ উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি যে চোরাইকৃত তা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।
অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম-সেবা এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়।