এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফাতারকৃতরা হল- মোঃ মাহমুদ হোসেন(৪৮) ও জোবাইদা সুলতানা খুকি (৩৩)
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জুন, ২০১৭ শুক্রবার বেলা ১৪.০০ টায় মতিঝিল থানার ইউসুফ ম্যানশনের সামনে হতে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পল্টন ও মতিঝিল এলাকার আশপাশে তারা ইয়াবা বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।