ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আমির পারভেজ (৪৫) ও মোঃ রিপন (২৭)।
ডিবি গুলশান জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম ডিএমপি নিউজকে জানান, ২৯ সেপ্টেম্বর, ২০২০ রাত ২০.১৫ টায় হাতিরঝিল থানার ৭১০, বড় মগবাজারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে তিনি বলেন, তারা পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট হতে গাঁজা ক্রয় করে ছোট ছোট পুটলা করে মাদক সেবীদের কাছে বিক্রয় করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।