ডিএমপি নিউজঃ রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মোছাঃ ছমলা বেগম (৪৫), মোছাঃ রেখা বেগম (৩৫) ও মোঃ সাইদুল ইসলাম (২৬)।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে হাতিরঝিল থানার মগবাজারের ইনসাফ বারাকাহ্ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সামনে অবস্থান করছে মর্মে সংবাদ পান। উক্ত সংবাদের ভিত্তিতে ১৫ জুন, ২০২১ (মঙ্গলবার) রাত ৮:৪০ টায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তারা হাতিরঝিল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।