ডিএমপি নিউজঃ রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ আব্দুর রহিম (২৫)। এ সময় তার হেফাজত হতে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে বলেন, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি, ২০২১) বিকাল ০৫.০৫ টায় হাতিরঝিল থানার পিয়ারাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।