ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ বাবু মন্ডল।
মঙ্গলবার (৩০ মে ২০২৩ খ্রি.) রাত ৭:৫৫টায় হাতিরঝিল থানার শহিদ তাজউদ্দিন আহমেদ স্মরনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি হাতিরঝিল থানার শহিদ তাজউদ্দিন আহমেদ স্মরনি এলাকায় ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় বাবু মন্ডলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত বাবু মন্ডলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।