হানুপা নামের একটি শিশু হারিয়ে গেছে। শিশুটির বয়স ৮ বছর। সে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত রোডস্থ শহীদ বুদ্ধিজীবি ডাক্তার আমিন উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। তার গায়ের রং কালো, উচ্চতা ৪ ফুট, শরীরের গঠন ভালো, মাথায় ছোট চুল ও পরণে স্কুল ড্রেস ছিল।
তার বাবার নাম-মোঃ আব্দুল কুদ্দুস, মাতার নাম- জয়বাহার খাতুন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার সাইক্কা গ্রামে। বর্তমানে তারা ঢাকায় ১২৯/২/খ এসকে গলি, বাবুসাহেবের বাসা, এলিফ্যান্ট রোড নিউমার্কেট থানা এলাকায় বসবাস করছে।
গত ১ আগস্ট, ২০১৯ সকাল ১০ টায় নিউমার্কেট থানাধীন নীলক্ষেত রোডস্থ শহীদ বুদ্ধিজীবি ডাক্তার আমিন উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বাসায় যাওয়ার পথে সে হারিয়ে গেছে। তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
এ সংক্রান্তে হানুপার বাবা নিউমার্কেট থানায় গত ১ আগস্ট, ২০১৯ একটি সাধারণ ডায়েরি করেছেন।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত শিশু মেয়েটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ নিউমার্কেট থানা (01713-373128) অথবা তার পিতার (01918412253) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।