ডিএমপি নিউজ : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হিরো আলম।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের শনাক্ত করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপিকে ধন্যবাদ জানান আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
হিরো আলম বলেন, গত ১৭ তারিখ আমার উপর যে হামলা হয়, যারা আমার উপর হামলা করেছিল, তাদের মধ্যে ১৬ জনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা আমাকে মেরেছে কিনা এজন্য আজকে আমাকে ডিবিতে ডাকা হয়। তাদের ছবি দেখে বলেছি, তারাই আমাকে মেরেছে। আর যে ৪-৫ জন বাকি আছে তাদের ধরার কথা বলেছে। ধন্যবাদ ডিবি প্রধানকে, ডিবির সমস্ত টিমকে যারা এই আসামীকে এত তাড়াতাড়ি গ্রেফতার করেছে। আমরা ভেবেছিলাম হয়তো তারা ক্ষমতাসীন দলের লোক, এদেরকে হয়তো পুলিশ ধরবে না, কিন্তু গোয়েন্দা পুলিশ অল্প সময়ের মধ্যে ১৬ জনকে ধরেছে এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, গত সোমবার বিকালে ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। ভোটকেন্দ্র পরিদর্শনে শেষে বাইরে আসলে কতিপয় দুষ্কৃতিকারী ঐ উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলা করে।