ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় খুঁজে পাওয়া এক শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ। তার নাম হামিম। আনুমানিক বয়স ১০ বছর। পিতার নাম- জাহাঙ্গীর আলম, মাতা- জনি। শিশুটি মানসিক প্রতিবন্ধী।
পল্টন মডেল থানা সূত্র জানায়, ২৩ আগস্ট ২০২৩ পল্টন মডেল থানা এলাকায় শিশুটিকে উদে্দশ্যহীনভাবে ঘোরাঘুরি অবস্থায় দেখতে পেয়ে থানায় নিয়ে আসে টহল পুলিশ। হামিম তার পিতা-মাতার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে নাই। এ সংক্রান্তে ২৫ আগস্ট ২০২৩ পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর– ১৬০৪।
ছবির হামিমের কোন স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৩২) ও তদন্তকারী অফিসার (০১৭১২-৬২০১০১) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।