হায়দরাবাদকে বিদায় দিয়ে কোয়ালিফায়ারে কলকাতা। ৬ ওভারে ৪৮ রান তাড়া করে ৪ বল বাকি থাকতেই সাত উইকেট ম্যাচ জিতে নেয় নাইটরাইডার্স। ১২ রানে ৩ উইকেট হারালেও ক্যাপ্টেনে গম্ভীরের ব্যাটে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল কলকাতা। ১৯ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাইট অধিনায়ক।
ম্যাচের সেরা ২০ রানে তিন উইকেট নেওয়া নেথান কুল্টার নাইল। শুক্রবার ফাইনালের ওঠার লড়াইয়ে চিন্নাস্বামীতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কিং খানের দল।