বাসের মধ্যে হারিয়ে যাওয়া ৪৫ হাজার টাকা প্রকৃত মালিককে খুঁজে বের করে তার নিকট বুঝিয়ে দিয়েছে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ।
ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৯:০০ ঘটিকায় শ্রাবণ পরিবহনে ডেমরা থেকে গুলিস্তান আসছিলেন জনৈক মোহাম্মদ নাজমুল ইসলাম (৪৩)। পরবর্তীতে গুলিস্তান থেকে তিনি তার নিজ অফিস মতিঝিল বাণিজ্যিক এলাকার টয়নবী সার্কুলার রোডের জেমি এয়ার ইন্টারন্যাশনাল এ আসেন। অফিসে পৌঁছে তিনি দেখেন বাসা থেকে নিয়ে আসা তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা নেই। তিনি অনেক খোঁজাখুঁজি করেও হারিয়ে যাওয়া টাকা না পেয়ে টাকা প্রাপ্তির আশাই ছেড়ে দেন।
ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানা যায়, এদিকে শ্রাবন পরিবহনের ওই বাসের একজন যাত্রী একটি খামের মধ্যে থাকা টাকা ও একটি এনআইডি কার্ডের ফটোকপি পেয়ে নাগরিক কর্তব্য হিসেবে সেই টাকা ও এনআইডি কার্ডের ফটোকপি গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মোহাম্মদ মেজবাহ উদ্দিনের নিকট জমা দেন। ট্রাফিক পুলিশ পরিদর্শক বিষয়টি মতিঝিল ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার শইমী ইমতিয়াজকে জানান। তখন সেই এনআইডি নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল নাম্বার সংগ্রহ করে মোহাম্মদ নাজমুল ইসলামকে ফোন করা হয়। পরে মোহাম্মদ নাজমুল ইসলাম আসলে যাচাই-বাছাই করে সেই টাকা তাকে বুঝিয়ে দেওয়া হয়।
মোহাম্মদ নাজমুল ইসলাম হারানো এ টাকা ফিরে পেতে সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ পুলিশ তথা ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।