ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে মোঃ শিপন (১২) নামে একটি শিশু হারিয়ে গেছে। তার বাবার নাম- মোঃ খায়ের মিয়া, বর্তমান ঠিকানা- রুলিং মিলের পিছনে, জাকির ম্যানেজারের বাসার ভাড়াটিয়া, থানা- তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ঢাকা, স্থায়ী ঠিকানা- সাং-রসুলা বাজ, থানা- নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া।
নিঁখোজ ছেলেটি গত ০৪ ডিসেম্বর, ২০২০ তাদের বর্তমান ভাড়া বাসা এলাকা থেকে প্রতিদিনের ন্যায় খেলাধুলার উদ্দেশ্য বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সংক্রান্তে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৫৫৫, তারিখ-১২/১২/২০২০।
ছেলেটির গায়ের রং- শ্যামলা, উচ্চতা- ০৪ ফুট, চুল- ছোট ও কালো, মুখমন্ডল- লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ব্ল জিন্স পেন্ট ও কালো গেঞ্জি।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির শিশুটির সন্ধান জেনে থাকলে কাফরুল থানায় (অফিসার ইনচার্জ- ০১৩২০-০৪০৮৩০, এস আই/সাহিদুল ইসলাম– ০১৯৮০-২৮৪৩৪৯ ) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।