স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাজ্যে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে জলচ্ছ্বাস ও ব্যাপক ঝড়-বৃষ্টির সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্নিঝড়টির তাণ্ডব চলছে।
এ ঝড়ের প্রভাবে ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ায় কয়েক ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আঘাত হানার আগে ঘূর্নিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।
যদিও এখনো ঘূর্নিঝড়টির তাণ্ডব শেষ হয়নি। ইতোমধ্যেই মোরহেড সিটির অংশবিশেষ জলোচ্ছ্বাসের কবলে পড়ে প্লাবিত হয়েছে। ফলে ঠিক কোন কোন এলাকায় কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বন্যার পানি বেড়ে ১৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রশাসক ব্রক লং জানিয়েছেন, ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে। ফ্লোরেন্স দুর্বল হয়ে পড়লেও এটি এখনো খুবই বিপজ্জনক।