ডিএমপি নিউজ: খাদিজা ও মোছাঃ খাদিজা আক্তার নামে হারিয়ে যাওয়া দুটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
তাদের মধ্যে খাদিজার বয়স ৮ বছর। তার গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপী রংয়ের ফ্রক ও নীল রংয়ের সেলোয়ার।
০৪ আগস্ট, ২০১৯ রাত পৌনে নয়টায় উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টর ঈশা এভিনিউ এলাকায় তাকে খুঁজে পায় স্থানীয় লোকজন। সে তার বাবর নাম- মৃত সবুজ ও মাতার নাম- জেসমিন বলে জানায়। তার বাড়ির ঠিকানা বরগুনা জেলার আমতলী থানার গাজীপুর গ্রামে বলে জানায়। পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। এ সংক্রান্তে গত ৫ আগস্ট’১৯ উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
অপরজন মোছাঃ খাদিজা আক্তারের বয়স ৮ বছর। তার গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল রংয়ের ফ্রক ও মাথায় নীল ডোরা কাটা হিজাব।
০৬ আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুর থানার তাজমহল ঈদগাহ মাঠ এলাকায় তাকে খুঁজে পায় স্থানীয় লোকজন। সে তার বাবর নাম- বশিরমিয়া ও মাতার নাম- শাহিরনুর বেগম বলে জানায়। তার বাড়ির ঠিকানা বলতে না পারায় পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। এ সংক্রান্তে গত ৬ আগস্ট’১৯ মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
উক্ত শিশুদের কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।