ডিএমপি নিউজঃ হারিয়ে যাওয়া ৬ বছরের ছেলে শিশুর পিতা-মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
শিশুর গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রংয়ের গেঞ্জি।
শনিবার (০৫ ডিসেম্বর, ২০২০) যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কান্নাকাটি করা অবস্থায় তাকে খুঁজে পায় থানা পুলিশ। শিশুটি তার নাম ও ঠিকানা কিছুই বলতে না পারায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করেন। যাত্রাবাড়ী থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নাম্বার- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।