ডিএমপি নিউজঃ হারিয়ে যাওয়া শিশুর (১৩) পিতা-মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
তার গায়ের রং ফর্সা। উচ্চতা ৪ ফিট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে বেগুনী রঙ্গের কামিজ ও বেগুনী কালারের ওড়না ছিল।
গত ১২ মার্চ, ২০২১ ( শুক্রবার) রাত ০২.০০ ঘটিকার সময় হাজারীবাগ থানার আর,এস সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি মেয়েকে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন। এরপর, উক্ত মেয়েটির নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে কিছুই বলতে পারে না। পরবর্তীতে স্থানীয় লোকজন উক্ত ভিকটিমকে হাজারীবাগ থানায় নিয়ে আসে। থানা পুলিশ ভিকটিমের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলেও কোন নাম-ঠিকানা বলতে পারে না। পরবর্তীতে থানা পুলিশ ভিকটিমকে নিরাপদ হেফাজত এবং কাউন্সিলিং এর জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে। হাজারীবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী ( জিডি নং-৬১৬, তারিখ-১২/০৩/২০২১) করা হয়েছে।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।