ডিএমপি নিউজ: রাজধানীর রমনা থানা এলাকা হতে সাথী নামের এক শিশু হারিয়ে গেছে। তার বয়স ৯ বছর। তার পিতার নাম সুবাস বেনারজী।
সাথীর গায়ের রং কালো ও উচ্চতা ৩ ফিট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়া সংক্রান্তে রমনা মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং- ১৫৭৯, তারিখ-৩০/০৬/২০২১ খ্রি:।
জিডি সূত্রে জানা যায়, আজ ৩০ জুন, ২০২১ তারিখ সকাল ৬:০০ টায় শিশুটি রমনা অফিসার্স কোয়ার্টার পলাশ বিল্ডিং হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত শিশুর সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ রমনা মডেল থানা (০১৩২০-০৩৯৪৯২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।