ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃপক্ষ হৃদরোগীদের জীবনরক্ষাকারি ওষুধ হার্ট ভাল্ব ও পেসমেকারের মূল্য নির্ধারণ করছে। সর্বোচ্চ খুচরা মূল্য ও বিভিন্ন হাসপাতালে সরবরাহকৃত মুল্য নির্ধারণ করে দিয়েছে। একই সঙ্গে ভাল্ব ও পেসমেকারের প্রকারবেধে মূল্য কমানো হয়েছে।
মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সভায় কার্ডিয়াক চিকিৎসায় ব্যবহ্নত হার্ট ভাল্ব ও পেসমেকারের খুচরা মূল্য নির্ধারণে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্ত সভায় সভাপতিত্ব করেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক সার্জন, ইণ্টারভেনশন কার্ডিলজিস্ট,জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি,মেডিক্যাল এসোসিয়েশনের প্রতিনিধি,ওষুধ শিল্প সমিতির প্রতিনিধি,মেডিক্যাল ডিভাইস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হার্ট ভাল্ব ও পেসমেকার আমদানীকারকগণ উপস্থিত ছিলেন।
হার্টভাল্বের মূল্য সর্বোচ্চ আড়াই লাখ টাকা থেকে নিম্নে ৫৮ হাজার টাকা খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। মোট ৮ ধরনের ভাল্ব রয়েছে। প্রকার ভেদে মূল্য ১৬ থেকে ৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আর পেসমেকারের মূল্য প্রকার বেধে সর্বনিম্ন খুচরা মূল্য ৬৫ হ্জাার টাকা। সর্বোচ্চ খুচরা ১০ লাখ টাকা পর্যন্ত আছে। প্রকার বেধে মূল্য ৫ হাজার টাকা থেকে শুরু ৪ লাখ ৭ হাজার টাকা পয়ন্ক কমানো হয়েছে। পেসমেকার মোট ৯ ধরনের রয়েছে।
এই তালিকা বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। আর সর্বোচ্চ খুচরা মূল্য এখন থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। রোগীদের সুবিধার্থে ওষুধ প্রশাসন অধিদপ্তর নানা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে। এরপর ফলে রোগীরা উপকৃত হবে। মূল্য নির্ধারনী কাজে লাগছে কিনা তা ওষুধ প্রশাসন অধিদপ্তর এখন থেকে তদারকি করবেন। তারা হাপসপাতালে গিয়ে ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে দাম কার্যকর হয়েছে কিনা তা তদারকি করবেন।