শ্রীলঙ্কার ৩১৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ ২২৩ রানে। কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯১ রানে হারিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
এই ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তিনি বিদায়ী ওয়ানডেতে একের পর এক ইয়র্কার দিয়ে সফরকারীদের কাঁপিয়ে দিয়েছেন।
শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কুশল পেরেরার সেঞ্চুরিতে ৩১৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। লক্ষ্য নাগালে পেলেও ব্যাটসম্যানদের শুরুর ব্যাটিং ছিল ছন্নছাড়া। চেষ্টা করেছিলেন সাব্বির, মুশফিক। কিন্তু তাদের লড়াই যথেষ্ট ছিল না। জবাবে ৪১ ওভার ৪ বলে ২২৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তামিম ইকবাল ব্যক্তিগত শূন্য রানে মালিঙ্গার বলে বোল্ড হন। এরপর মোহাম্মদ মিঠুন ১০, সৌম্য সরকার ১৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র তিন রানে দ্রুত বিদায় নিলে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল।
ব্যাটিং বিপর্যয়ের সেই চাপ সামাল দেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। তারা শতরানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন। ১১১ রান আসে তাদের ব্যাট থেকে। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন সাব্বির। দলীয় ১৫০ রানে সাব্বির ৫৬ বলে ৬০ করে ধনঞ্জয়া ডি সিলভার বলে আভিস্কা ফার্নান্দোর হাতে ধরা পড়েন। মুশফিক তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম অর্ধশতকের দেখা পান। ১২ রান করে রান আউট হন মোসাদ্দেক। মুশফিককে সঙ্গ দিতে পারেননি মেহেদি মিরাজও। ২ রান করে ধনঞ্জয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন।
এরপর মুশফিক ৬৭ রান করে বিদায় নিলে বাংলাদেশের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়। শফিউলেরর উইকেট তুলে নেন নুয়ান প্রদীপ। মোস্তাফিজকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের শেষ উইকেট তুলে নেন মালিঙ্গা। এতে বাংলাদেশ পরাজিত হয় ৯১ রানের বড় ব্যবধানে। নিজের শেষ ওয়ানডেতে বল হাতে ৯.৪ ওভারে মাত্র ৩৮ রানে ৩টি উইকেট তুলে নেন মালিঙ্গা। এছাড়া নুয়ান প্রদীপের ঝুলিতেও গেছে ৩ উইকেট। কুমারা ১টি এবং ২টি উইকেট শিকার করেন ডি সিলভা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৮ (আভিশকা ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা ২, ডি সিলভা ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৯-০-৬২-৩, মিরাজ ৯-০-৫৬-১, রুবেল ৯-০-৫৪-১, মোসাদ্দেক ৭-০-৪৫-০, মুস্তাফিজ ১০-০-৭৫-২, সৌম্য ৫-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৪-০)
বাংলাদেশ: ৪১.৪ ওভার ২২৩ (তামিম ০, সৌম্য ১৫, মিঠুন ১০, মুশফিক ৬৭, মাহমুদউল্লাহ ৩, সাব্বির ৬০, মোসাদ্দেক ১২, মিরাজ ২, শফিউল ২, রুবেল ৬*, মুস্তাফিজ ১৮; মালিঙ্গা ৯.৪-২-৩৮-৩, প্রদিপ ৯-১-৫১-৩, থিসারা ৬-০-৩৬-০, কুমারা ৭-০-৪৫-১, ডি সিলভা ১০-০-৪৯-২)
ম্যান অব দা ম্যাচ: কুসল পেরেরা
আগামী রোববার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।