বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে লক্ষ্য করে একটি হালাল ব্রাউজার তৈরি করেছে মালয়েশিয়ার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে মোবাইল ও ডেস্কটপ ব্রাউজার তৈরি করেছে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান সালাম ওয়েব।সালাম ওয়েব নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে, মুসলমানদের জন্য ‘হালাল’ ব্রাউজার এটি।
![‘হালাল’ ব্রাউজার নিয়ে আসছে মালয়েশিয়া](https://dmpnews.org/wp-content/uploads/2019/06/salamweb-1906130237.jpg)