ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হাল্যান্ডের হ্যাটট্রিকে উলভসের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
গত রবিবার (২২ জানুয়ারি ২০২৩) অনুষ্ঠিত এই ম্যাচের ৪০ মিনিটে হাল্যান্ডের গোলে এগিয়ে যায় সিটি। ৫০ মিনিটে পেলাট্রি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৫৪ মিনিটে তৃতীয় গোল করেন ম্যানচেস্টার সিটি। এ জয়ের ফলে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি।