ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ছুটি দিয়ে দিল এইমস, সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে। খবর মোতাবেক মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ এইমস থেকে ছুটি দেওয়া হয়েছে ৮৭ বছরের মনমোহন সিংকে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মনমোহন সিংকে সোমবার রাতে কার্ডিও-নিউরো টাওয়ারের একটি প্রাইভেট ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তাঁর কোভিড -১৯ ও পরীক্ষা করা হয়, সেই রিপোর্টও নেগেটিভ এসেছে।
বুকে সমস্যা নিয়ে রবিবার রাতে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। রাত ৮ টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিও থোরাসিক বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোমবারই জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। দিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড. নীতিশ নায়েক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিকিৎসা করেন।