ডিএমপি নিউজ : তরুণ সঙ্গীতশিল্পী ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন) হাসান মুহতারিম সজীব-এর নতুন গান ‘গাঙচিল’ প্রকাশিত হয়েছে।
ইউটিউব চ্যানেল ‘MeloStation’-এ বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি ২০২৩) গানটি পরিবেশিত হয়েছে।
নিয়মিত গান করছেন এ তরুণ ও মেধাবী পুলিশ কর্মকর্তা। তিনি এরমধ্যে বেশ কয়েকটি মৌলিক গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন।
সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে এলেন এই রক ধাচের গায়ক। ‘গাঙচিল’ শিরোনামের এই গানটি লিখেছেন গায়ক নিজেই। সুর করেছেন সাফায়াত হোসেন ও গানটির নির্দেশনায় ছিলেন মোঃ রনি হোসাইন।
হাসান মুহাম্মদ মুহতারিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের ‘সহকারী পুলিশ কমিশনার’ হিসেবে কর্মরত রয়েছেন। এটি তাঁর চতুর্থ একক সঙ্গীত।
এর আগে ‘অসুস্থ শহরে’, ‘দেয়াল’ ও ‘কুয়াশা’ শিরোনামের গান তিনটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। গানগুলো ইউটিউব চ্যানেল ‘MeloStation’ এ দেখা যাচ্ছে।
গানটি দেখতে ক্লিক করুন এখানে…