আইপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো মুম্বাই। তবে একটু পরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যদি বেঙ্গালুরু জিতে যায় তবে বিদায় নিতে হবে মুম্বাইকে।
আজ মুম্বাইতে অনুষ্ঠিত আইপিলের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ।
জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষে পৌঁছে যায় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস।