ভারতীয় সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিজবুল মুজাহিদীনের শীর্ষ জঙ্গি সবজার ভাটকে গুলি করে হত্যার দাবি করেছে । সবজার ভাটসহ আরো দুই জঙ্গিকে বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে।
বিবিসি জানায়, ভারতীয় সেনাবাহিনীর জন্য একটা বড় বিজয় হিসেবে বিবেচিত হলেও কাশ্মীরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের পাথর ছোড়ার মধ্যে তাদের টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
আরেকটি বিচ্ছিন্ন ঘটনায় নিয়ন্ত্রণরেখার কাছে ছয়জন ‘বিদেশি’ জঙ্গি হত্যার কথা জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। শনিবার পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই চলছিল। হাজারো মানুষ সবজার ভাটের গ্রামের বাড়িতে তার জানাযায় অংশ নিতে যাচ্ছে বলে জানা গেছে।
ভাটের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ সামাল দিতে কর্তৃপক্ষ মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।