ডিএমপি নিউজঃ রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম এন্ড হিউম্যান ট্রাফিকিং টিম। গ্রেফতারকৃতের নাম- মোঃ শাহানুর ইসলাম।
সোমবার (১৩ জুন ২০২২) বিকাল ০৪:৩৫ টায় শাহবাগ থানার জরিপশাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তোহিদুল ইসলাম, বিপিএম (বার) ডিএমপি নিউজকে জানান, একজন মাদক কারবারি বগুড়া থেকে হেরোইন বিক্রি করার জন্য ঢাকা মহানগর এলাকায় আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার শেখ হাসিনা বার্ন ইউনিটের পূর্ব গেটের জরিপশাহ্ মাজারের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০০ গ্রাম হেরোইনসহ শাহানুরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি দেশের সীমান্তবর্তী জেলা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।