ডিএমপি নিউজঃ রাজধানীর মতিঝিল থানা এলাকা হতে হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপির ডিবি (পূর্ব) বিভাগের একটি দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম-মোঃ আব্দুল ওয়াদুদ সাধন (৫৫)। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
৭ জুলাই’ ১৭ সন্ধ্যা সাতটার দিকে ডিবি (পূর্ব) বিভাগের ডেমরা জোনাল টিম মতিঝিল থানার দিলকুশা বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওয়াদুদের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা গ্রামে। বর্তমানে তার বাসা রাজধানীর খিলক্ষেত নামাপাড়া এলাকায়।
ডিবি সূত্রে জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে ও তার অন্যান্য সহযোগীরা মিলে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকা হতে কমদামে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
মতিঝিল থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।