রাজধানীর মিরপুর ১০ এলাকা থেকে হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা-পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহিন ইসলাম জীবন (৩৯), মোঃ জনি (২৬) ও মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (৪৪)। এসময় তাদের হেফাজত হতে পাঁচ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৩০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫খ্রি.) সকাল ১০:৫০ ঘটিকায় মিরপুর মডেল থানার মিরপুর ১০ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে শাহিন, জনি ও রাশেদুলকে গ্রেফতার করে থানার একটি দল। এসময় তাদের হেফাজত থেকে পাঁচ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৩০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত হেরোইন তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।