ডিএমপি নিউজঃ যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টাফ প্রধান হিসেবে রন ক্লেইনের নাম ঘোষণা করেন। তিনি একজন পরীক্ষিত ডেমোক্রেটিক সক্রিয় কর্মী।
বাইডেন বলেন, রন অনেক বছর ধরে আমার কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। আমরা এক সঙ্গে কাজ করেছি। আর এই কাজের মধ্য দিয়েই আমি তার কাজের অভিজ্ঞতার প্রমাণ পেয়েছি।
বাইডেন আরো বলেন, রাজনৈতিক অঙ্গনের সকল ক্ষেত্রে মানুষের সাথে সঠিকভাবে কাজ করার রনের গভীর ও বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। দেশের এই সংকটময় মুহুর্ত মোকাবেলা করে আমাদের দেশকে আবার এক সাথে এগিয়ে নিয়ে যাবো। সূত্রঃবাসস