হোয়াইট হাউসের নতুন প্রধান কর্মকর্তা বা চিফ অব স্টাফ হিসেবে শপথ নিলেন জন কেলি। সোমবার হোয়াইট হাউসে শপথ নেন হোমল্যান্ড সিকিউরিটির সাবেক এই সেক্রেটারি। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রেসিডেন্টের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন কেলি। তাকে শপথ পড়ানোর পর ট্রাম্প বলেন, ‘ আমরা সামনের দিকেই তাকিয়ে আছি। চিফ অফ স্টাফ হিসেবে সে ভালো করবে।’ তিনি বলেন, ‘আমাদের দারুণ এক দল গড়ে উঠেছে। অনেক সমর্থন পাচ্ছি আমরা। স্টক মার্কেটেও আমাদের দেশের মানুষদের অবস্থান এখন অনেক ভালো। আর এক্ষেত্রে কেলির অনেক অবদান রয়েছে। আমরা হোয়াইট হাউসে দারুণ এক নেতা পেলাম।’
ট্রাম্প বলেছিলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আকর্ষণীয় এক চাকরি করেছে জন। সে আমার প্রশাসনের সত্যিকারের এক স্টার।’
এর আগে জন কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রেইন্স প্রিয়েবাসকে সরিয়ে তাকে হোয়াইট হাউজের প্রধান বানানো হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউজের সম্ভাব্য তথ্য ফাঁসকারী হিসেবে রেইন্স প্রিয়েবাসের নাম উঠে আসে। এরপর থেকে তিনি চাপের মুখে ছিলেন।