ডিএমপি নিউজ: বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২১ এর চূড়ান্ত প্রতিযোগিতায় নারী-পুরুষ উভয় বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ শনিবার (৫ মার্চ ২০২২) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স হ্যান্ডবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় হ্যান্ডবল (পুরুষ) ফাইনালে ডিএমপি দল ৩২-২৮ পয়েন্টে এপিবিএন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। দিনের অপর ফাইনালে ডিএমপির হ্যান্ডবল (নারী) দল ২৮-১৭ পয়েন্টে ঢাকা রেঞ্জ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং অ্যান্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল আইজি মোঃ কামরুল আহসান, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ হ্যান্ডবল প্রতিযোগিতায় ডিএমপির আরিফ ও রুবিনা খাতুন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, বিপিএম, পিপিএম; ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা; বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সাধারণ সম্পাদক এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ওয়েলফেয়ার এন্ড পেনশন) রেবেকা সুলতানাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ২০২১ তারিখে ৭টি পুরুষ দল ও ৫টি নারী দলের অংশগ্রহণে রাজারবাগ পুলিশ লাইন্সের হ্যান্ডবল মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়।