বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল প্রতিযোগিতায় নারী-পুরুষ উভয় দলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ বিকেলে রাজধানীর পল্টনে শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় হ্যান্ডবল (পুরুষ) ফাইনালে ডিএমপি দল ৪০-২১ এপিবিএন দলকে পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
দিনের অপর হ্যান্ডবল (নারী) ফাইনালে ডিএমপি দল ২৬-০৪ পয়েন্টে এপিবিএন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
হাইওয়ে রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি মোঃ আতিকুল ইসলাম চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওয়ালটনের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অপারেটিভ হেড এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোঃ শাহজাদা সেলিম ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ওয়েলফেয়ার এন্ড পেনশন) আবিদা সুলতানা পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।