দ্বিতীয় টেস্টেও বিপদে ওয়েস্ট ইন্ডিজ। হ্যামিলটন টেস্ট জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের চাই আরও ৪১৪ রান। তৃতীয় দিন শেষে ২ উইকেট খুইয়ে ক্যারিবিয়ানরা তুলেছে মাত্র ৩০ রান।
টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট ১টি করে উইকেট শিকার করেছেন। এর আগে ৮ উইকেটে ২৯১ রান জমা করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। রস টেলর করেন অপরাজিত ১০৭ রান। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৫৪ রান।
নিউজিল্যান্ডের ৩৭৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২২১ রান। সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৭৩
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৬.৫ ওভারে ২২১(আগের দিন ২১৫/৮) (রেইফার ২৩*, কামিন্স ১৫, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৩৪, বোল্ট ৪/৭৩, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/৭৩)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৭৭.৪ ওভারে ২৯১/৮ (ডি.) (রাভাল ৪, ল্যাথাম ২২, উইলিয়ামসন ৫৪, টেইলর ১০৭*, নিকোলস ৫, স্যান্টনার ২৬, ডি গ্র্যান্ডহোম ২২, ব্লান্ডেল ১, ওয়েগনার ৮, সাউদি ২২*; গ্যাব্রিয়েল ২/৫২, রোচ ০/২৮, কামিন্স ৩/৬৯, রেইফার ১/৫২, ব্র্যাথওয়েট ০/৩৩, চেইস ২/৫১)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) ৮ ওভারে ৩০/২ (ব্র্যাথওয়েট ১৩*, পাওয়েল ০, হেটমায়ার ১৫, হোপ ১*, সাউদি ১/১৮, বোল্ট ১/১১)।