ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরায় বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ বোরহান উদ্দিন ওরফে শামীম (৪৩)।এ সময় তার হেফাজত থেকে ০৩টি বিদেশী পিস্তল ও ০৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
০৩ এপ্রিল’১৭ সোমবার সন্ধ্যা ০৭.১০ টায় ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল উত্তরা-পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বোরহান উদ্দিন ওরফে শামীমের বাসার গেস্ট রুমে থাকা টেবিলের নিচে একটি কাপড়ের ব্যাগ হতে তিনটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন এবং বাসার নিচ তলার গ্যারেজে থাকা প্রাইভেটকারের ভিতর থেকে দুইটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।