ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- কামরুল ইসলাম ওরফে সোহাগ (৩০) ও মোঃ শিপন হোসেন (৩৫)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১০০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ১২ নভেম্বর,২০২০ যাত্রাবাড়ী থানার শনিরআখরা এলাকার আবেদীন ভবনের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে কোতয়ালী জোনাল টিম।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।