ডিএমপি নিউজ: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাকিব ও আনোয়ারা বেগম। এসময় তাদের হেফাজত হতে ১০০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ি সংলগ্ন মা মটরস এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাই। তথ্যের সত্যতা যাচাই করে রাত ১১:৩৫ টায় উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উদ্ধারকৃত ১০০০০ ইয়াবাসহ সাকিব ও আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।