ডিএমপি নিউজ : রাজধানীর মহাখালী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ জয়নাল আবেদীন, আব্দুল মাবুদ ও মোঃ সাইদুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে জানান, শনিবার (২৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় ব্যক্তি মহাখালী এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে রাত ০৮:৫০টায় মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশয়ানস অ্যান্ড সার্জনস (বিপিসিএস) প্রবেশ গেটের সামনের রাস্তা থেকে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে রাজধানীর মহাখালী, তেজগাঁও বনানীসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
ডিএমপির বনানী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।