ডিএমপি নিউজ : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ইয়াবা, হেরোইন ও সিএনজিসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ নাদিম, মোঃ নুরুজ্জামান, মোঃ রতন আলী ও মোঃ সোহেল রানা। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বিকাল সাড়ে পাঁচটায় ভাটারা থানার কাজী কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে বলেন, কতিপয় ব্যক্তি সিএনজিযোগে ইয়াবা ও হেরোইন নিয়ে বাড্ডা প্রগতি স্বরণী থেকে ভাটারার কাজী কমপ্লেক্স মার্কেটের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে সিএনজি তল্লাশি করে উল্লেখিত ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে।