ডিএমপি নিউজঃ রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে এক হাজার পিস নেশা জাতীয় ইনজেকশনসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ আলমগীর হোসেন সাবু।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, রবিবার (৯ অক্টোবর ২০২২) মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে ওয়ারীর টিপু সুলতান রোডে এক ব্যক্তি নেশা জাতীয় ইনজেকশন বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা ০৫:৩০ টায় ওই এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০০০ পিস নেশা জাতীয় ইনজেকশন।
গ্রেফতারকৃতের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, সাবু দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে এসব ইনজেকশন সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।
ডিএমপির ওয়ারি থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ডিবি এ পুলিশ কর্মকর্তা।