ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবীর সেকশন-৬ এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোসাঃ মুক্তা ও মোঃ শাহিন কবিরাজ।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম(বার) ডিএমপি নিউজকে জানান, রবিবার (৩০ অক্টোবর ২০২২) রাত্রকালীন কিউআরটি ডিউটিতে থাকা এসআই কাউছার মাহমুদ সংবাদ পান পল্লবীর ইনডোর স্টেডিয়াম এলাকায় দুইজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দিবাগত রাত ০০:৫০ টায় ৬নং সেকশনের ইনডোর স্টেডিয়ামের ১নং গেইটের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা এসব ইয়াবা পল্লবীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে।
পল্লবী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।