১০০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম নাজমা বেগম (৩৫)।
কোতয়ালী থানা সূত্রে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ শনিবার বেলা সোয়া চারটায় কোতয়ালী থানার সিআরবি ফ্রানসিস রোডের রেলওয়ে সরকারী জায়গার একটি দোচালা টিনের ঘর থেকে এই বিপুল পরিমান গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। ওই গাঁজা গুলো ৬টি ক্যারেটে ভরা ছিল।
গ্রেফতারকৃত ওই নারীর স্বামীর নাম রনি প্রকাশ ননাইয়া প্রকাশ স্বপন (৪০)। যার নামে কোতয়ালী থানায় এর আগে তিনটি মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত নাজমা বেগম ও তার স্বামী রনি প্রকাশ ননাইয়া প্রকাশ স্বপন এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন জায়গা হতে গাঁজা সংগ্রহ করে পাইকারী দরে মহনগরীর বিভিন্ন খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে থাকে।
আসামী নাজমা বেগমের নামেও কোতয়ালী থানায় আরও একটি মাদকের মামলা রয়েছে।