ডিএমপি নিউজ: রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ হান্নান, মোঃ রমজান মিয়া ও মোঃ ওমর আলী।
৩ জানুয়ারি ২০২২ (বৃহস্পতিবার) বিকাল ৩:৪৫টায় শাহজাহানপুর থানার দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী জোনাল টিম। এ সময় গাঁজা বহনকারী একটি অ্যাম্বুলেন্সও জব্দ করে ডিবি পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আবু আশরাফ সিদ্দিকী ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর টিটি পাড়া বস্তির মেইন গেটের সামনে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হান্নান, রমজান ও ওমরকে গ্রেফতার করা হয়। আর তাদের হেফাজতে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা।
ডিএমপির শাহজাহানপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।
ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম(সেবা) এর নির্দেশনায় ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আবু আশরাফ সিদ্দিকীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।