ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতরা হল-মোঃ জসিম (২৪) ও মোঃ হিরণ মল্লিক (২৪)।
এ সময় তাদের হেফাজত হতে ১০০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ২৮ জুন’১৮ সন্ধ্যা ৭.২০ টায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ বাসষ্ট্যান্ড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত গাঁজা সীমান্তবর্তী এলাকা কুমিল্লা হতে রাজশাহী নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।