১০০ কেজি গাঁজা ও ক্যাভার্ডভ্যানসহ ২জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) এর বিমান বন্দর জোনাল টিম। গ্রেফতারকৃতরা হলো মোঃ শুক্কুর মিয়া (৪০) ড্রাইভার মোঃ মনির হোসেন (৩৫)।
গোয়েন্দা উত্তরের বিমান বন্দর জোনাল টিম সূত্রে জানানো হয় ৭ মার্চ, ২০১৯ সন্ধ্যা ১৯.৪০ টায় খিলক্ষেত থানার ৭ম তলা RPGCL নামক বিল্ডিং এর সামনে ঢাকা টু টঙ্গী মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ক্যাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আর গ্রেফতার করা হয় ওই দুইজনকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা এনে ঢাকার খিলক্ষেতসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। এই ঘটনায় আরো একজন পলাতক রয়েছে। যাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে খিলক্ষেত থানা মামলা রুজু করা হয়েছে।