ডিএমপি নিউজঃ রাজধানীর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ শাহাজামাল ওরফে জামাল ও মোঃ জলিল মিয়া।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, শনিবার (১০ সেপ্টেম্বর ২০২২) ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে সংবাদ পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রি করার জন্য মুগদা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় অভিযানে যাওয়া হয়। বিকাল ০৫:৩০ টায় দক্ষিণ মুগদার ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম হেরোইন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।