ডিএমপি নিউজঃ চট্টগ্রামে ১০০ পিস স্বর্ণের বারসহ ২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- লাভু শাহা ওরফে প্রলয় কুমার শাহা (৫৯) ও মোঃ বিলাল হোসেন ওরফে কাদের (২৮)।
এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস স্বর্ণের বার ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ সূত্রে জানা যায়, ৩ মার্চ ২০১৯ রবিবার সকাল ১১.২০ টায় চট্টগ্রামের কোতোয়ালী থানার সিআরবি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।