ডিএমপি নিউজঃ রাজধানীর এয়ারপোর্ট ও হাতিরঝিল এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ জালাল উদ্দিন, মোঃ মাসুদ রানা, মোঃ পারভেজ মিয়া, মোছাঃ শাহিদা বেগম ও আব্দুল আহাদ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ২০২২) ঢাকার এয়ারপোর্ট ও হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে এ বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এয়ারপোর্ট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ধ্যা ০৬:৩০ টায় এয়ারপোর্টের বাবুস সালাম মসজিদ মার্কেটের আন্ডার গ্রাউন্ডে মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর ভিতর থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ জালাল, মাসুদ, পারভেজ ও শাহিদা নামের চারজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় আরো একজন ফেন্সিডিলসহ মগবাজার এলাকায় রয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে বড় মগবাজারের ফারুক জেনারেল স্টোর এর সামনে থেকে রাত ২০:৫০ টায় ২০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়।
ডিএমপির এয়ারপোর্ট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার) শাহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।