ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুম মিয়া ও মোঃ আপেল মিয়া।
শুক্রবার (২৭ মে ২০২২) বিকাল ০৫:৪৫ টায় মাতুয়াইল ফুটওভার ব্রিজের নীচ থেকে এ বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, শুক্রবার মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা ইনকামিং মাতুয়াইল ফুটওভার ব্রিজের নীচে পরিবহনের জন্য অপেক্ষারত মাসুম মিয়া ও আপেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০২ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিল।
ডিএমপির যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।